বাংলাদেশ

ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৪ , ৫:০১:০৩ প্রিন্ট সংস্করণ

ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি

কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাতিল করা হয়েছে। কবে নাগাদ এসব ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে গত ৭ দিন ধরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার থেকে চলাচল করতে পারে বলে বুধবার জানিয়েছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানোর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলাচল করবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর

Sponsered content