রংপুর

ডিজিটাল ল্যাব কার্যক্রম সাঘাটায় প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সাফল্য

  প্রতিনিধি ৪ জুন ২০২২ , ৭:১৪:৩২ প্রিন্ট সংস্করণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বারোকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক শেখ রাসেল দিবস ২০২১ ডিজিটাল ল্যাব কার্যক্রমে সাফল্য অর্জন করায় জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তার এই কৃত্বিতের জন্য জেলা প্রসাশক এ্যায়ার্ড প্রদান করেন। উল্লেখ্য যে, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে ইতিপূর্বেও বেশ কয়েকবার এ্যায়ার্ড পেয়েছেন।

সাঘাটা উপজেলার ৪৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বারোকোনা উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ১৭ শ ছাত্র-ছাত্রী। এছাড়াও বিভিন্ন সময়ে এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মেধা তালিকায় সর্বোচ্চ স্থান অধিকার করে থাকে। ২০২১ সালে এসএসসি পরীক্ষায় ৪২ জন জিপিএ ৫ পেয়েছে।

যা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট। প্রধান শিক্ষক জোবাইদুর রহমান জানান, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে এ্যায়ার্ড পেয়ে শুধু তার সুনাম অর্জন করেনি সুনাম অর্জন করছে সাঘাটা উপজেলার ৪৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

আরও খবর

Sponsered content

Powered by