বাংলাদেশ

ঢাকায় নতুন কর্মসূচির অনুমতি পেল বিএনপি

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ৮:৫৩:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

ঢাকায় আগামীকাল বুধবার গণঅবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বিএনপি। আজ মঙ্গলবার তাদের এ অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে এ কর্মসূচি পালন করা হবে।

আজ সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাতের পর গণঅবস্থান কর্মসূচির অনুমতি পাওয়ার বিষয়টি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা আমাদের পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি পালনের অনুমতির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আবেদন করেছি। কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছি। ডিএমপি আমাদের নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।’

 

 

তিনি বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি সফলভাবে পালন করার জন্য অনুমতি পেয়েছি। সেখানে বসে মাইকে দুটি কথা বলাই আমাদের কর্মসূচি। আমরা চার ঘণ্টা বসব, অফিসের সামনের ফুটপাত থেকে সড়কের ডিভাইডার পর্যন্ত একপাশে বসতে পারব। আমাদের সিনিয়র নেতারা সেখানে বসবেন, বেলা ২টার দিকে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে।’

কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে কোনো শর্ত দিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘এমন কোনো শর্ত পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। যেভাবে আমরা অন্য কর্মসূচি পালন করি, এটিও সেভাবে করা হবে।’

আরও খবর

Sponsered content

Powered by