বাংলাদেশ

ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৪ , ৩:১১:৫৫ প্রিন্ট সংস্করণ

ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

গত ১৫ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে অকৃতকার্য পরীক্ষার্থীরা। এ সময় বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের মূল ফটক আটকে তারা এই কর্মসূচি পালন করছেন।

সকালে প্রথমে শহীদ মিনারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের সামনে আসে তারা। এরপর পৌনে ২টার দিকে তারা শিক্ষা বোর্ডের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরীক্ষার্থীরা জানান, ঢাকা শিক্ষা বোর্ডে ৭টি পরীক্ষা হয়েছে। কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে মাত্র ২টি পরীক্ষা হয়েছে। এছাড়া, পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। ফলে বৈষম্যের শিকার হয়েছেন তারা।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, একদল শিক্ষার্থী পরীক্ষা ফল বাতিলের দাবিতে আন্দোলন করছে জেনেছি। তাদের সঙ্গে কথা বলছি, আশা করি একটা সমাধান হবে।

জানতে চাইলে পুলিশ পরিদর্শক রেজাউল বলেন, তাদের সরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই। ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিষয়টি উনি সমাধান করবেন বলে আমাদের জানিয়েছেন।

আরও খবর

Sponsered content