ঢাকা

তরুণীর অভিনব বিয়ে ব্যবসা, টার্গেট বিত্তশালীরা  

  সাইমুন রেজা ২ জুন ২০২৪ , ৭:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

তরুণীর অভিনব বিয়ে ব্যবসা, টার্গেট বিত্তশালীরা  

২৬ জুলাই ২০২৩, হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে, একটি স্ট্যাটাস দেন। সেখানে লিখা, ধর্ষিতায়ে খুঁজছি, অন্যান্য সাইটগুলো পছন্দ হলে বিয়ে করতে রাজি আছি। ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার কিছুদিনের মধ্যেই, ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব আসে হেলাল উদ্দিনের কাছে।

ঘটকের কথাবার্তা শুনে ভালো লাগায় পাত্রী দেখতে চান হেলাল। পাত্রীর নাম মনিষা আক্তার স্মৃতি। থাকেন দক্ষিণ কেরানীগঞ্জের কৈবর্তপাড়া এলাকায়। পাত্রীর পরিবার পাত্রকে জানান, মেয়েটি ধর্ষিত। ধর্ষকরা মেয়েটিকে নির্যাতন চালিয়ে চুলও কেটে দিয়েছিল। সম্মানের কথা ভেবে কোন মামলায় যায়নি তারা।

সবকিছু মেনেই ওই মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেন হেলাল।বিয়ের পর কয়েকমাস ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু কিছু দিন পর পাত্রী স্মৃতি বাবার বাড়িতে বেড়াতে আসলেই সংসার করবে না বলে শুরু করেন তালবাহানা। খোঁজখবর নিয়ে জানতে পারেন তার স্ত্রীর পূর্বেও বিয়ে হয়েছিল তিনটি, একটি মেয়ে সন্তানও আছে।

পূর্বের স্বামীদের থেকে কাবিনের টাকা-পয়সা নিয়ে ডিভোর্স দেন তাদের। আর এটিই তার মূল ব্যবসা বলে জানান হেলাল তবুও হেলাল তার সংসার টিকিয়ে রাখতে, পারিবারিকভাবে বেশ কয়েকবার বসলেও বিষয়টির কোনও সমাধান হয়নি। জীবন থেকে সরে না গেলে উলটো মামলা দেওয়া হবে বলেও হুমকি দেন স্ত্রী।

হেলাল উদ্দিনের অভিযোগ, তার স্ত্রী, শাশুড়ি ও মামাশ্বশুর তাকে মারধর করে তার কাছ থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার নিয়ে উলটো তার বিরুদ্ধে দায়ের করে মিথ্যা মামলা। কোনও উপায়ন্তর না পেয়ে হেলালও তাদের বিরুদ্ধে করেছেন প্রতারণার মামলা। এখন তিনি ঘুরছেন আদালতের বারান্দা বারান্দায়।

ঘটনার সত্যতা জানতে তার স্ত্রী স্মৃতির সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বিষয়টি এড়িয়ে যান তিনি।ধর্ষিতা মেয়েকে স্ত্রীর মর্যাদা দিতে গিয়ে প্রতারণার ফাঁদে পরে নিরুপায় এই মানুষটি। তাই বিয়ের নামে কাবিনের টাকা হাতিয়ে নেওয়া এসব অভিনব প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হেলাল উদ্দিনের।

আরও খবর

Sponsered content