বাংলাদেশ

তিতুমীর কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান, বন্ধ যান চলাচল

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:০৫:২৫ প্রিন্ট সংস্করণ

তিতুমীর কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান, বন্ধ যান চলাচল
ছবি : সংগৃহীত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাতদফা দাবিতে সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা এই অবস্থান নেন। ফলে কলেজের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ওই কলেজের শিক্ষার্থীরা সোমবার সকাল ১১টা থেকে রাত ১০ পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ও অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করেন। ওই সময় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত তিতুমীরে কেউ ঢুকতে পারবে না। সোমবার থেকে ক্লাস-পরীক্ষা এমনকি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। 

আরও খবর

Sponsered content