বাংলাদেশ

তিন মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করবে কৃষক লীগ

  প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ৩:০২:৩৭ প্রিন্ট সংস্করণ

তিন মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করবে কৃষক লীগ
ছবি: সংগৃহীত

কৃষক লীগ প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে চলতি বছর আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সমীর চন্দ। শনিবার (২৯ জুন) রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার ধারে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ১ হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমীর চন্দ বলেন, ‘আমাদের যেমন বৃক্ষরোপণে করতে হবে, পাশাপাশি প্রতিটি বৃক্ষকে রোপণের পর নিজ সন্তানের মতো পরিচর্যা করতে হবে।’

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অংশ নেন কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী, কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।

গত ১৫ জুন পহেলা আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় উত্তরা ১৫ নম্বর সেক্টর ২ নম্বর ব্রিজ লেকপাড়ে রাস্তার ধারে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর এক হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content