প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ৭:৪৮:৪৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটের পন্টুন থেকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজের ১০ দিন পর জনি মুখার্জীর (৪০) গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (১০ জুলাই) রাত ৯টার দিকে শাহ আমানত সেতু এলাকায় লাশটি পাওয়া যায়। নিহত জনি মুখার্জী চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার রাধামাধব আখড়ার মুকুন্দ মুখার্জীর ছেলে।
জনির ভগ্নিপতি রিটন চক্রবর্তী জানান, সদরঘাট নৌ থানার পুলিশ মরদেহ উদ্ধারের কথা জানালে পরিবারের সদস্যরা সেখানে যান। পরিহিত শার্ট ও প্যান্ট দেখে জনিকে শনাক্ত করা হয়েছে। মরদেহ সম্পূর্ণ পঁচে গেছে।
উল্লেখ্য, গত ৩০ জুন দুপুর দেড়টার দিকে জনি অভিমান করে ঘর থেকে বের হয়ে কালুঘাট ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে লাফিয়ে পড়েন। বাড়ি না ফেরায় গত ১ জুলাই তার স্ত্রী মুক্তা ভট্টাচার্য পাঁচলাইশ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে ফেরিঘাটের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে জনি নদীতে লাফিয়ে পড়ার বিষয়ে নিশ্চিত হন পরিবার।