রংপুর

দিনাজপুরে গাজরের বাম্পার ফলন

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ৫:৩৬:২৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে গাজরের বাম্পার ফলন

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় গাজরের বাম্পার ফলন এবং দাম ভালো পাওয়ায় চাষীরাও খুশি। উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিতে নানা প্রকার সবজি চাষাবাদের মধ্যে গাজর অন্যতম।

বে-সরকারি সূত্রমতে এ বছর উপজেলায় প্রায় ১’শ বিঘা জমিতে গাজর চাষ হয়েছে। আর এসব জমির উৎপাদিত গাজর বিক্রি করে প্রায় অর্ধ কোটি টাকা আয় হবে বলে সংশ্লিষ্টদের ধারণা। চলতি রবি মৌসুমে বিভিন্ন সবজি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন চিরিরবন্দরের চাষিরা।

উপজেলার বিন্যাকুড়ি গ্রামের গাজর চাষি একরামুল হক জানান, এ বছর আমি ২ বিঘা জমিতে গাজর চাষ করেছি। প্রতি বিঘা জমি থেকে ১’শ থেকে ১২০ মণ গাজর আশা করছি। প্রতি বিঘাতে গাজর চাষে বীজ, সার ও অন্যান্য বাবদ খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। বর্তমানে বাজারে গাজর প্রতি মণ ১ হজার থেকে ১২শ টাকা দরে বিক্রি হচ্ছে। আশা করছি প্রতি বিঘায় ৭০-৮০ হাজার টাকার গাজর বিক্রি হবে।

ফতেজংপুর গ্রামের গাজর চাষী মঙ্গুলু জানান, গত বছর ১ বিঘা জমিতে গাজর চাষ করেছিলাম। ৬৫ হাজার টাকায় বিক্রি করেছি। তাই এ বছর ২ বিঘা জমিতে গাজর চাষ করেছি। আশা করছি গত বছরের তুলনায় এ বছর বিক্রি করে অনেক বেশি আয় হবে।
উপজেলার পাইকারি বিক্রেতা মো. সেরাজুল ও চিত্র বাবু জানান, এ বছর উপজেলায় ব্যাপক হারে গাজরের চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। চাষিরা দামও ভালো পাচ্ছেন।

গ্রাম থেকে আমাদের কিছু ফরিয়া গাজর সংগ্রহ করে। ওই গাজর ভালো ভাবে পরিস্কার করে স্থানীয় বাজার ছাড়াও পার্শ্ববতী উপজেলা শহর সৈয়দপুর, দিনাজপুরসহ ঢাকায় রপ্তানী করে থাকি। তাতে ভালোই আয় আসে।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা জানান, এ উপজেলার অধিকাংশ মাটি এঁটেল দো’আশ। তাই এ মাটিতে যেকোন ধরণের সবজি উৎপাদন ভালো হয়ে থাকে। গাজরের বাম্পার ফলন হয়েছে। এ বছর গাজরসহ বিভিন্ন ধরণের শাক-সবজির ব্যাপক চাষ হয়েছে। এতে চাষিরা ভালোই আয় করছেন। কৃষকেরা সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জনসহ অনেকে স্বাবলম্বী হয়েছেন।

আরও খবর

Sponsered content