রংপুর

দিনাজপুরে মতবিনিময় সভা

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪৬:২০ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক পরিকল্পনায় চিকিৎসাসেবা কর্মীদের করোনা প্রতিরোধে উদ্ধুদ্ধ করেছে। যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাঠে থেকে প্রতিরোধ করেছে। করোনা মহামারিতেও করোনা রোগীসহ সকল ধরনের রোগীদের চিকিৎসা সেবা সর্বোচ্চ দেয়া হয়েছে। চিকিৎসা সেবায় এগিয়ে গেছে বাংলাদেশ। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ অনেক কম। তাই এখনো সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। রবিবার হুইপ ইকবালুর রহিম এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরের সার্বিক চিকিৎসা সেবা মনিটরিং ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস প্রমুখ। একই দিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও স্বাস্থ্যসচেতনতা জোরদার করণে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

 

আরও খবর

Sponsered content

Powered by