রংপুর

দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  প্রতিনিধি ১১ মে ২০২৪ , ৩:৫১:১৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শনিবার দিনাজপুর-ফুলবাড়ী সড়কের কাউগা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, শনিবার ভোর আনুমানিক ৫ টা ২০ মিনিটে ফুলবাড়ী থেকে দিনাজপুর শহরগামী একটি ট্যাংলরী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা-পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে।

এ সময় দোকানের মধ্যে চা খাওয়া অবস্থায় আজহার আলী (৬০) ও রানা (২৫) নামে ২ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। নিহত ২জনের বাড়ী দিনাজপুর সদর উপজেলার কাউগা মোড়ে। এ সময় স্থানীয় লোকজন ট্যাংক লরির চালক রাজু খন্দকার (৩০) ও হেল্পার সোহাগ (৩০) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক চালক ও হেলপারের বাড়ী কুষ্টিয়া জেলায়। নিহত ২ জনের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content