প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৪ , ৪:১২:১০ প্রিন্ট সংস্করণ
সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গাপুজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার থেকে। শারদীয় এই দুর্গোৎসব শুরুর তিন দিন আগে থেকেই দিনাজপুর জেলার মন্ডপগুলোতে দায়িত্ব পালন শুরু করেছে আনসার ও ভিডিপি’র সদস্যরা। গত ৬ অক্টোবর থেকে মন্ডপে মন্ডপে মোতায়েন করা হয়েছে আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) সদস্যদের।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এবার ১ হাজার ২০৯টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপুজা।
পঞ্জিকামতে, আজ ৯ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে বোধন ও দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজার মধ্য দিয়েই শুরু হবে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
পরদিন ১০ অক্টোবর সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মুল আচার। মহা অস্টমী ও মহানবমী শেষে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের। এদিকে শারদীয় দুর্গোৎসব শুরু তিন দিন আগেই দিনাজপুর জেলার মন্ডপগুলোতে মোতায়েন শুরু হয়েছে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান জানান, দিনাজপুর জেলার ১ হাজার ২০৯টি মন্ডপে এবার মোতায়েন করা হয়েছে ৭ হাজার ৯২০ জন আনসার ও ভিডিপি সদস্যকে।
তিনি বলেন, যেসব মন্ডপ অধিক গুরুত্বপূর্ন সেসব মন্ডপে ৮ জন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ মন্ডপগুলোতে ৬ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও আনসার ও ভিডিপি’র ২টি টহল দল বিভিন্ন মন্ডপে সার্বক্ষনিক টহল দেবে।
জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান বলেন, শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু না হলেও ইতিমধ্যেই প্রতিটি মন্ডপে প্রতিমা রয়েছে। সেই প্রতিমাগুলোর নিরাপত্তার স্বার্থে গত ৬ অক্টোবর থেকে মন্ডপগুলোতে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্যন্ত মোতায়েন থাকবে আনসার ও ভিডিপির এসব সদস্য।
এদিকে পূজা মন্ডপে আনসার সদস্যদের মোতায়েনের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান সকল সদস্য সদস্যদের একটি সমাবেশ ও মতবিনিময় করেন। উক্ত সমাবেশ ও মতবিনিময়কালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট বলেন, আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্বের স্থান থেকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন, আপনাদের দায়িত্বের উপর নির্ভর করছে এই উৎসবমুখর পরিবেশের প্রতিটি অংশ। এই উৎসবমুখর পরিবেশটি আরো আনন্দময় হয়ে উঠুক এটাই আমি আশাবাদী।