রংপুর

দিনাজপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী

  প্রতিনিধি ১৭ জুন ২০২১ , ৬:৩৩:২২ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনি সম্পন্ন হয়েছে। ১৭ জুন বৃহস্পতিবার ৫দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অনুষ্ঠানের সভাপতি হুসনে আরা খাতুন।

প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কারী ছিলেন সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। আয়োজনে ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দিনাজপুর জেলা কার্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেহেলী আকতার, অঞ্জলি বুটিকস এন্ড টেইলার্স এর স্বত্তাধিকারী, দিনাজপুর উদ্যোক্তাবর্গের এডমিন ও শহর মহিলা আওয়ামীগ নেত্রী সম্পা দাস মৌ।

শিল্পায়াতের আতুর ঘর শিল্প মন্ত্রণালয়ের গুরুত্বপুর্ন প্রতিষ্ঠান বিসিক এই প্রশিক্ষণই উদ্যোক্তা তৈরির প্রথম ধাপ। এর মাধ্যমে নতুন উদ্যোক্ত-বিদ্যামান উদ্যোক্তাদের পরিকল্পনা, ব্যবস্থাপনা পন্য উৎপাদন, বিপনন, কারিগরি পরামর্শদান সহ উদ্যোক্তা হবার যাবতীয় দিক নির্দেশনা দেয়া হয় প্রশিক্ষণার্থীদের মাঝে।

বিসিক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অনুষ্ঠানের সভাপতি হুসনে আরা খাতুন বরেন, একদিন এই প্রশিক্ষণার্থীরাই সফল উদ্যোক্তা হয়ে দিনাজপুরের পণ্যকে বিদেশে রপ্তানি করবে। ভালো উদ্যোক্তারাই পারবে দিনাজপুর তথা দেশের সুনাম অর্জন করতে।

আরও খবর

Sponsered content