প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৪ , ৭:২৬:১৯ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আলোচনা ও বিশেষ প্রার্থনা সভার মধ্যদিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুর শহরের বালুবাড়িস্থ জেলা কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুরের মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক শাহ মো. মশিউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট দিনাজপুরের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পুরোহিত প্রশিক্ষন প্রকল্প শংকর কুমার দাস।