প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ৭:৪৮:০০ প্রিন্ট সংস্করণ
চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধিনে শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী ছিল। গত বছর এ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২ হাজার ৩২২ জন। চলতি বছর ১ হাজার ৯৮ জন পরীক্ষার্থী বেড়েছে। তবে পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্রে অনুপস্থিত ছিলেন ২০৪ জন পরীক্ষার্থী।
৩০ জুন রবিবার দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ২০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে রংপুরে ৪১ জন, গাইবান্ধায় ৩০ জন, নীলফামারীতে ২৪ জন, কুড়িগ্রামে ২৪ জন, লালমনিরহাটে ১০ জন, দিনাজপুরে ৪৩ জন, ঠাকুরগাঁওয়ে ২০ জন এবং পঞ্চগড়ে ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া এ শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
এ দিকে দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর সঃমঃ আব্দুস সামাদ আজাদ দিনাজপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৪ এর রংপুর বিভাগের আটটি জেলার ৬৬২টি কলেজের পরীক্ষার্থীরা ২০৪ টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে ৫৭ হাজার ৭০২ জন এবং ছাত্রের সংখ্যা হচ্ছে ৫৫ হাজার ৭১৮ জন।
এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১ হাজার ৯৩৫ জন, মানবিক বিভাগ থেকে ৭২ হাজার ৫৩২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।