প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৭:২৮:৩৬ প্রিন্ট সংস্করণ
১২ মে রোববার এসএসসি ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবারে ৪টি বিদ্যালয়ের কেউ পাস করতে পারেনি। শতভাগই অকৃতকার্য।
বিদ্যালয়গুলো হল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘুঘুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ জন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে ২জন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্বা সুখ্যাতি উচ্চ বিদ্যালয়ে ৫ জন এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চৌমুহনী মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এই ৪টি বিদ্যালয়ের মোট ২৭ জন কেউ পাস করতে পারেনি। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষাবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।