প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৪:১৮:৫৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। এবারে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দু’টিই বেড়েছে।
গতবারে পাশের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১৭ হাজার ৪১০ জন। ফলাফলে এবারেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের ৮১ দশমিক ০৭ শতাংশ ও ছেলেদের পাশের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। দিনাজপুর হলি ল্যান্ড কলেজে মাধ্যমিক পর্যায়ে সর্বোচ্চ ৯৮.৩৬ শতাংশ পাশ করেছে।
দিনাজপুর হলি ল্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, ঝড়ে পড়া শিক্ষার্থীদের ভর্তি করে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি। তবে ২০১৯ সাল থেকে ৬ষ্ঠ শ্রেণি থেকে স্কুল খোলা হয়েছে। এবারে এটি ৪র্থ ব্যাচ। ফলাফল সন্তোষজনক। জিপিএ-৫ প্রাপ্ত জাকিয়া সুলতানা জুইম আনন্দের মধ্যে জানান এই স্কুলে কোন প্রাইভেট নিতে হয় না। স্যারদের তত্ত্বাবধানেই আমার এই ফলাফল।
রবিবার (১২ মে-২০২৪) বেলা সাড়ে ১২টায় শিক্ষাবোর্ড এবারের এসএসপি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়, ২০২৪ সালে এই শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৪৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৯৮ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন পরীক্ষার্থী। গড় পাশের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪২ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী।
এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ২২৬০ জন পরীক্ষার্থী ও বহিষ্কৃত হয়েছে, ৬৬ জন পরীক্ষার্থী।দিনাজপুর শিক্ষা বোর্ড এর একটি সূত্র জানায়, গতবারের মত এবারেও ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রীদের পাশের হার ৮১ দশমিক ০৭ শতাংশ আর ছাত্রদের পাশের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। এদের মধ্যে ছাত্রী ৯২৪৬ জন এবং ছাত্র ৮৮৫৯ জন। এবারে শতভাগ পাশ করেছে ৭৭টি বিদ্যালয়। যা গতবারে ছিল ৮০টি। আর এবারে শূন্য ফলাফল বিদ্যালয়ের সংখ্যা ৪টি। যা গতবারে ছিল মাত্র একটি।
উল্লেখ্য, এবারে দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২৭৮টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৭৩০টি স্কুল এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এটি দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৫তম এসএসসি পরীক্ষা।