চট্টগ্রাম

দুর্গাপূর্জার আইন শৃঙ্খলার সব প্রস্তুতি সম্পন্ন : সিএমপি কমিশনার

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৬:৪৯:২১ প্রিন্ট সংস্করণ

দুর্গাপূর্জার আইন শৃঙ্খলার সব প্রস্তুতি সম্পন্ন : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরীতে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর জেএমসেন হলে পূজা মন্ডপ পরিদর্শনের পর সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, প্রতিটি মন্ডপ ঘিরেই জাতি ধর্ম নির্বিশেষে একটি সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। মন্ডপগুলোতে নারী ও পুরুষ দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে পৃথক গেইটের ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক রাখাসহ মন্ডপের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে মন্ডপ কমিটিকে নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম মহানগরী এলাকার মোট ২৭৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আয়োজন করা হয়েছে। মন্ডপগুলো ঘিরে রয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত পোশাকি পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটের পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে। এছাড়াও থাকছে গোয়েন্দা পুলিশ সদস্যরা।

আরও খবর

Sponsered content

Powered by