প্রতিনিধি ১০ আগস্ট ২০২৪ , ৬:৩১:৪২ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দেবিদ্বারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিনে বৃষ্টিতে ভিজে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি তাঁরা বাজার মনিটরিং কাজও শুরু করেছেন। এক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। দাম বেশি নিলে করা হচ্ছে সতর্কও।
শনিবার (১০ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, পৌরসভার নিউমার্কেট এলাকার কাঁচা বাজার, পান বাজার, চাল বাজারসহ বেশ কিছু দোকানে মনিটরিং করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
এসময় কাঁচামাল, মাছ, মাংস, পেঁয়াজ-রসুন, মসলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা লাগাতে বাধ্য করেন। তাদের এ কাজে সহায়তা করেন সাধারণ মানুষ ও শিক্ষকরা।
অপরদিকে, দেবিদ্বারের বিভিন্ন সড়কে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।তাঁরা বিভিন্ন সড়কে যানবাহনের ভাড়া নির্ধারণ করে দেন। এতে খুশি হয়েছেন সাধারণ যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা বলেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বছরের পর বছর পার করেও যা করতে পারেন নাই শিক্ষার্থীরা মাত্র কয়েকদিনে তা করে দেখাল। এই দেশ একমাত্র তরুণ প্রজন্মের হাতেই নিরাপদ।
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ফাহিমা, নাছির, সিক্ত, মির্জা মো. সাদ্দাম ও নাজমুল হাসান নাহিদ জানান, প্রাথমিকভােেব বাজারের সকল ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার অনুরোধ জানানো হয়েছে। যে দোকানে মূল্য তালিকা নেই সেখানে মূল্য তালিকা টাঙাতে বলা হয়েছে। আমরা প্রতিদিন মনিটরিং করব। ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেছি, কোনো পণ্যের দাম অযথা বাড়ালে তা
প্রতিরোধ করবে শিক্ষার্থীরা। যারা সাধারণ ক্রেতা আমরা তাদের সাথেও কথা বলছি। তাঁরা আরও বলেন, আমাদের একটি টিম সড়কে যানজট নিরসনে ট্রাফিকের কাজ করছে। একটি টিম থানা পাহারা দিচ্ছে। আমরা দেশকে বদলে দিতে চাই। এত বছর যে অনিয়ম চলে আসছিল তা বন্ধ করবে সাধারণ শিক্ষার্থীরা।