চট্টগ্রাম

দেবীদ্বারে আন্দোলনে রোবেল হত্যায় জড়িত আসামী আটক

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫৫:৪৪ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বারে আন্দোলনে রোবেল হত্যায় জড়িত আসামী আটক

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কুমিল্লার দেবীদ্বারে আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট আওয়ামী লীগের বাহিনীদের গুলিতে নিহত হয় সেচ্ছাসেবক দলের নেতা বাদশা রোবেল। এ ঘটনায় ৭০ জনকে এজাহার ভুক্ত এবং ২০০/৫০ জনকে অজ্ঞাতনামা করে দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলায়  হত্যাকান্ডে জড়িতদের বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি দেখে গ্রেফতার অব্যাহত রয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রোবেল হত্যার সাথে জড়িত মোঃ নাবির নামে একজনকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। আটককৃত যুবক দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের বিরাম বাড়ি (তুহিন মেম্বারের বাড়ির) শামিম আহমেদ এর পুত্র। 

এ বিষয় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে সনাক্ত করে, রোবেল হত্যার সাথে জড়িত আসামী মোঃ নাবিরকে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আটক করা হয়। গ্রেফতারপূর্বক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং আদালতে সে ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি দেন।

আরও খবর

Sponsered content