প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৫ , ৫:০৬:৫৯ প্রিন্ট সংস্করণ
“পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনাই দিনের ভোট রাতে দিয়েছেন।” শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দান কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান ওই বক্তব্য দেন।
তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে আরো বলেন, আওয়ামীলীগ যখন তাদের ক্ষমতায় থাকতে দেখলো, তাদের ভোট কমতে শুরু করলো, তখন তারা ক্ষমতায় থাকতে কেয়ারটেকার বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালু করলো। শেষ পর্যন্ত তারা কয়েকটা নির্বাচন করলো, ২০১৪ সালে তামাশার নির্বাচন করলো, বিনা ভোটে পাশ করলো আর ২০১৮ সালে দিনের ভোট রাতে হলো, পৃথিবীতে কোন দেশে রাতে ভোট হয়েছে এমন ইতিহাস আছে? ২০২৪ সালে ভোটটাকে নষ্ট করে ফেললো, ভোটার ভোট দিতে যাওয়ার রুচি হারিয়ে ফেললো, এমনকি যারা প্রার্থী হল, প্রার্থীরাও রুচি হারিয়ে ফেললো, ভোটে টাকা খরচ, ভোটে পাশ করার বৃথা চেষ্টা বলে নির্বাচন প্রত্যাখ্যান করলো। সেখানে তারা ডামী নির্বাচন দিল, কেউ যদি ভোটে না আসে কি করবে ? তারা নিজেরাই ভোট ভাগাভাগী করলো। কিছু লোক বিপক্ষে দাড়ালো, কিছু লোক পক্ষে দাড়ালো। নিজেরা নিজেরাই খেলাধুলার নির্বাচন করেছিল।
তিনি দেশ শাসন নিয়ে বলেন, এতোদিন পর্যন্ত যারা বাংলাদেশ শাসন করেছেন, তারা আল্লাহর আইন অনুযায়ী রাস্ট্র চালায় নাই, শাসন ব্যবস্থা চালায় নাই, সমাজ চালায় নাই, বিচার ব্যবস্থা চালায় নাই, প্রশাসন চালায় নাই, শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে নাই। যারা আল্লাহর বিধান মতে, কোরানের আইন অনুযায়ী রাস্ট্র পরিচালনা করেনাই তারা সকলেই হয় কাফের, না হয় ফাসেক, না হয় জালেম।
উপজেলা আমীর অধ্যাপক মেহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর আমীর ফেরদৌস আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা (উঃ) জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, গাজীপুর মহানগর সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কুমিল্লা (উঃ) জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, ইউরোপীয় ইউনিয়ন মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, অধ্যাপক মুফতী আমিনুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্র শিবির’র সভাপতি মু. সানাউল্লাহ রাসেল প্রমুখ।