চট্টগ্রাম

দেবীদ্বারে দুই ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২৫:২৮ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বারে দুই ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লার দেবীদ্বারে সরকার নির্ধারিত ৩৫-৩৬ টাকা কেজি মূল্যে আলু বিক্রি না করে, বাড়তি দামে বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই আলু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দুপুর ১টার সময় দেবীদ্বার পৌর এলাকার নিউ মার্কেট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রায়হানুল ইসলাম।

অভিযানে নিউ মার্কেট বাজারের ব্যবসায়ী মোঃ ফারুক ৫০টাকা মূল্যে আলু বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সোহেল মিয়া ক্রয় রশিদ ও বাড়তি দামে বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রায়হানুল ইসলাম বলেন, সারাদেশে চড়া দামে আলু বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় আলুর বাজারকে স্থিতিশীল করার জন্য দেবীদ্বারের বিভিন্ন বাজারে আলুর দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দুই আলু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৩৮-৪০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করে, তাদের সর্তক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by