চট্টগ্রাম

দেবীদ্বারে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

  প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৮:১৭:৫১ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বারে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

প্রকৃতির অর্জিত সম্পদগুলো ধ্বংস করছি কিন্তু সেই ধ্বংসযজ্ঞের শূন্যস্থান পূরণ করছি না। ফলে বিশ্বকে নতুন নতুন প্রাকৃতিক দুর্যোগ, মহামারি মোকাবেলা করতে হচ্ছে।

বিশ্বকে সব রাষ্ট্রের মানুষের বসবাসের উপযোগী রাখতে পরিবেশ- জলবায়ু- জীববৈচিত্র সংরক্ষণ উন্নয়ন সংক্রান্ত নীতিমালা প্রতিপালনের পাশাপাশি আমাদের সচেতন হতে হবে।

বুধবার (৫ জুন) বিকেলে উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রসুলপুর ভূমিহীন সংগঠন, নিজেরা করি সংস্থা ও শিশু-কিশোরদের যৌথ উদ্যোগে আয়োজিত মানব বন্ধন, র‍্যালি ও আলোচনা সভার প্রধান আলোচক প্রবীণ রাজনীতিক, লেখক ও কবি আব্দুল হান্নান মূন্সী ওই বক্তব্য তুলে ধরেন।

তিনি আরো বলেন, আমরাই আমাদের বিশ্বময় পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছি। জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্যের বিলুপ্তির হার সীমা অতিক্রম করে ফেলেছে। আগামী প্রজন্ম তথা মানব সভ্যতা, জলবায়ু এবং জীববৈচিত্র আজ চরম হুমকির মুখে। যার কারণে মানবসৃষ্ট প্রকৃতির বিপর্যয়ে প্রভাব ফেলছে প্রাকৃতিক দুর্যোগে।

আমরা খাল- বিল- নদী- নালা ভরাট করে ইমারত তৈরি করছি। পাহাড় কেটে সমতল করছি, বৃক্ষ নিধনে প্রাকৃতিক ভাবে সৃষ্ট বন উজার করে স্বার্থের মহা উৎসব পালন করছি, ব্যবহার করছি দীর্ঘমেয়াদি পরিবেশ বিপর্যয়ের উপকরণ প্লাস্টিক সামগ্রী। খনিজ সম্পদগুলোর অপব্যবহার এবং প্রাত্যহিক ব্যবহারে কল- কারখানা, বিভিন্ন মরনাস্ত্রের বিষাক্ত কালো ধোঁয়ায় পৃথিবীর বায়ুমণ্ডল অন্ধকার করছি।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রসুলপুর ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সভাপতি ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থার সংগঠক উজ্জ্বল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল নাসের, বিশেষ অতিথি নিজের করি সংস্থা কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক আব্দুল জব্বার, প্রধান আলোচক প্রবীণ রাজনীতিক, লেখক, কবি আব্দুল হান্নান মূন্সী, ভূমিহীন নেতা মালেকা বেগম, শিশু পড়সি দাস, কিশোরী রিঙ্কু দাস, সোহাগ প্রমুখ।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন সংগঠন, নিজেরা করি সংস্থা ও শিশু-কিশোরদের যৌথ উদ্যোগে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এর আগে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ এবং রসুলপুর বাজারের বর্জ্য ও প্লাস্টিক অপসারণ করে তা জ্বালিয়ে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content