প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৪ , ৬:৪৬:০০ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার হামলাবাড়িতে বীর মুক্তিযোদ্ধা মো. মোহর আলী’র ঘরবাড়ি ভাংচুর, মারধর ও জবরদখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি ঘটে শুক্রবার (৪অক্টোবর) সকাল সকাল সাড়ে ৮টায় তার বসত বাড়িতে।
অভিযোগের ভিত্তি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহর আলী জানান, ৪ যুগের অধিক সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করেছি। গত তিন মাস আগে পৈত্রিক সম্পত্তিতে একটি টিনের ঘর নির্মাণ বসবাস শুরু করছি। গত শুক্রবার (৪অক্টোবর) বাড়িতে টিউবওয়েল বসাতে গেলে প্রতিবেশী ফরিদ মিয়া ও তার ছেলে, ভাইয়েরা মিলে তাহার (মোহর আলীর) ঘরবাড়ি, বাড়ির সামনের টিনের বেড়া, টিউবওয়েল এর পাইপ, টয়লেটের স্ল্যাপ ভাংচুর, মারধর ও জবরদখলের চেষ্টা চালায়। তিনি বাঁধা দিতে গেলে তার স্ত্রীসহ তাকে মারধর করেন অভিযুক্তরা। এ সময় ঘরের চারপাশে গাছ লাগিয়ে এবং বিভিন্ন হুমকি ধমকি দেন। এ ঘটনায় তিনি দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ফরিদ মিয়ার কাছে বীর মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর, মারধর ও জবরদখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি এ জমি মোহর আলীসহ তার বাবা, দুই ভাইয়ের কাছ থেকে বাড়ি করা জমিটি ক্রয় করেছেন। মোহর আলী দুই শতকের মালিক হলেও পাঁচ শতক দখলে আছে। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান। তাই আমরা টিউবওয়েল বসাতে দেইনি।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।