চট্টগ্রাম

দেবীদ্বার উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

  প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৮:৩০:৪৩ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বার উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে কুমিল্লার দেবীদ্বারে ৪ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। 

এদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. লুৎফুর রহমান বাবুল ও এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান ভূইয়া। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোসলে উদ্দিন মানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাহিদা ইসলাম ডলি।

এদিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার ও মেয়ে খাদিজা বিনতে রোশন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের ছোট ভাই জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ। ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যানের ছেলে মো. আল কাইয়ুম, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম, ব্যবসায়ী মো. সোলাইমান কবির খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর বেগম। 

আরও খবর

Sponsered content