প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৫:০১:২৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বান্দরবান থেকে চট্টগ্রামমুখী বেপরোয়া গতির পূরবী বাসচাপায় রিকশাচালক সহ দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন। এঘটনায় আরেক শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দোহাজারী পৌরসভা সদরের হাজারী শপিং সেন্টারের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোহাজারী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের জামিজুরি এলাকার জসিম উদ্দিনের মেয়ে পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণি পড়ুয়া উম্মে হাবিবা রিজভী (১৬) ও একই বিদ্যালয়ের ৭ম শ্রেণি পড়ুয়া ওয়াকার উদ্দিন আদিল (১২) এবং অটোরিকশা চালক একই এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে রুহুল আমিন (৪৫)। এঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার সৌদি প্রবাসী কাজী আবদুল্লার মেয়ে পাঠশালা স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণি পড়ুয়া কাজী ফাহমিদা ওয়াসিমা তুষিন (১৫)। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী বেপরোয়া গতির পূরবী বাসটি হাজারী শপিং সেন্টারের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ স্কুল শিক্ষার্থী (আদিল) ও রিকশা চালক (রুহুল আমিন) নিহত হয়। অপর স্কুল শিক্ষার্থী (রিজভী)কে চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের তিন শিক্ষার্থী কোচিং করার জন্য স্কুলের উদ্দেশ্যে জামিজুরী থেকে অটোরিকশাযোগে বিদ্যালয়ে যাচ্ছিলো বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। তাদের দাবি মহাসড়কের দোহাজারীতে গতিরোধক ও রোড ডিভাইডার নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে।
পরবর্তীতে দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ঘটনাস্থলে এসে দ্রুততম সময়ে দোহাজারীতে গতিরোধক, রোড ডিভাইডার স্থাপন ও পথচারী পারাপারে ওভারপাস নির্মাণের জন্য সড়ক বিভাগ সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমস্যাটি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে জনতার ক্ষোভ প্রশমন করেন। পরে সেনাবাহিনীর একটি টিম, হাইওয়ে পুলিশ ও দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদরা যানচলাচল স্বাভাবিক করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদি হয়ে মামলা করবেন বলে জানান তিনি।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, আজকে (বৃহস্পতিবার) বিকালের মধ্যে মহাসড়কের ওই স্থানে গতিরোধক স্থাপণ করা হবে। মহাসড়কের ওই স্থানে কিছু ডিভাইডার থাকলেও সেটি পর্যাপ্ত নয়। তাই আরো কিছু ডিভাইডার স্থাপন করা হবে। ওভারপাস নির্মাণ সময়সাপেক্ষ এবং অধিক ব্যয়বহুল হওয়ায় বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান তিনি।
এদিকে নিহত দুই স্কুল শিক্ষার্থী ও অটোরিকশা চালকের বাড়িতে গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনাা জানানোর পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।