প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২০:৪০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে ২৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই দোকানিকে ৪০হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়।
বুধবার বিকালে দোহাজারী বাজারের কাদের স্টোর এবং হক ষ্টোর নামক দুইটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন খুচরা ও পাইকারি বিক্রির অপরাধে ওই দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দোহাজারী বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করা ২৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা সহায়তা করেন।