চট্টগ্রাম

দোহাজারী জামিজুরী ফাযিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৫:০৫:২৯ প্রিন্ট সংস্করণ

দোহাজারী জামিজুরী ফাযিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

বিশ্বমানবতার মুক্তির দূত, প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এঁর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ও পবিত্র জশনে জুলুছ উদযাপন কমিটির যৌথ ব্যবস্থাপনায়

অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।

এ-উপলক্ষ্যে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট, ফুলতলা, বিওসির মোড় ও মৌলভীর দোকানসহ দোহাজারী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে এসে মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা মোখতার হোসাইন শিবলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাদ্রাসার সহ-সভাপতি নুরুল ইসলাম, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, ব্যবসায়ী নেতা জামাল উদ্দিন, মাদ্রাসাটির অধ্যক্ষ সিরাজ উদ্দিন আলকাদেরি, জুলুছ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক বাচা সওদাগর, ডা. আবদুর রহমান, এডভোকেট আরিফুজ্জামান, হাবিবুর রহমান, অভিভাবক সদস্য জাকের হোসেন সওদাগর, শরাফত আলী ও কাজী সৈয়দ নূর, সাবেক কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দীন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আব্দুল মোমেন লাভলু, কাজী শাহেদ নূর, সাইফুল ইসলাম মাষ্টার, মহিউদ্দিন মাষ্টার, মাওলানা আবু সৈয়দ নেজামী, মাওলানা সৈয়দ মাহমুদ হাছান জালালী, এডভোকেট সাদ্দাম হোসেন নিরব প্রমূখ। পরে মিলাদ, কিয়াম ও মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

আলোচনা সভায় আলোচকগণ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শকে অনুস্মরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহবান জানান।