প্রতিনিধি ৩ অক্টোবর ২০২১ , ৮:২০:২৩ প্রিন্ট সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ৩২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
এ সময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।