দেশজুড়ে

ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২১ , ৯:৪৫:০১ প্রিন্ট সংস্করণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে ডাউটিয়া এলাকায় সাভার হাইওয়ে থানার আওতাধীন ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশ থেকে গতকাল বুধবার পূর্বাহ্নে এক অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

ধামরাই থানার এসআই নূরু মোহাম্মদ জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ডাউটিয়া এলাকায় গিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে একটি কড়ই গাছের গোড়ায় পড়ে থাকা হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে রয়েছে ফুলপ্যান্ট ও ফুল শার্ট।

তিনি একজন কর্মজীবি বা কোন গাড়ীর চালক বা কোন গাড়ীর স্টাফ হতে পারেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

আরও খবর

Sponsered content