রাজশাহী

ধুনটে বাক প্রতিবন্ধি শাকিব চার দিনেও বাড়ি ফেরেনি

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৩৩:৩২ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেবে বের হওয়ার চার দিন অতিবাহিত হলেও এখনও ফিরে আসেনি বাক প্রতিবন্ধি শাকিব (১৬)। স্বজনেরা তার ফিরে আসার প্রতিক্ষায় আশার প্রহর গুনছেন। শাকিব উপজেলার পশ্চিম গুয়াডহুরী ছোট দিয়ার গ্রামের সাইফুল ইসলাম মন্ডলের ছেলে। এঘটনায় শাকিবের মা জুলেখা খাতুন ধুনট থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জানা যায়, হাতলা পাতলা গড়নের শাকিব জন্ম থেকেই বাক প্রতিবন্ধি। প্রতিদিনের ন্যায় সোমবার দুপুরে লাল রংয়ের ফুলহাতা গেঞ্জি ও নীল রংয়ের জিন্স প্যান্ট পরে বাড়ি থেকে বের হয়। এরপর চারদিন অতিবাহিত হলেও সে আর ফিরে আসেনি।

কোন সহৃদয়বান ব্যক্তি শাকিবের সন্ধান পেলে ধুনট থানায় অবহিত করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বাক প্রতিবন্ধি শাকিবের নিখোঁজের বিষয়ে ধুনট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

আরও খবর

Sponsered content