প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:৪০:০৪ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় গত দুইদিনের ভারী বর্ষনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আবারও বন্যার দেখা দিয়েছে। উপজেলার গামারীতলা ইউনিয়নের কামলাপুর এলাকায় নেতাই নদীর ভাঙ্গা বেঁড়ীবাধ দিয়ে পাহাড়ী ঢলের পানি প্রবেশ করে বন্যায় উপজেলা নি¤œা লগুলো প্লাবিত হয়েছে। পোড়াকান্দুলিয়া ইউনিয়নের উদয়পুর, বেতগাছিয়া, বহরভিটা, আটাম, ঘুঙ্গিয়াজুড়ি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। প্রায় সবকটি ইউনিয়নের নিচু এলাকায় বন্যাার পানিতে প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে কাচা রাস্তা। পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। উপজেলা মৎস অফিসার জাকির হোসেন জানান, বন্যায় প্রায় ৪১ হেক্টর পুকুরের মাছ পানিতে ভেসে গেছে, এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান, সরকারীভাবে চাল বিতরণ করা হচ্ছে।