ময়মনসিংহ

নজরুল ইসলাম লিচুকে ইউপি চেয়ারম্যান হিসেবে চায় এলাকাবাসী

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৮:১৮:৩৭ প্রিন্ট সংস্করণ

নজরুল ইসলাম লিচুকে ইউপি চেয়ারম্যান হিসেবে চায় এলাকাবাসী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৯নং ওয়ার্ডের ৩ বারের সাবেক সফল ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুকে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নিলাক্ষিয়া ইউনিয়নবাসী।

সরেজমিনে সাধারণ মানুষের সাথে কথা বলে দেখা যায়, তারা জানান ৩ বারের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান থাকা অবস্থায় নজরুল ইসলাম লিচু ও তার পরিবারের দ্বারা তারা কখনো মামলা,হামলা, হয়রানি ও কোন ধরনের নির্যাতনের শিকার হননি তাই সর্বস্তরের জনগণ তার প্রতি আস্থা রাখেন।

নজরুল ইসলাম লিচু জানান,জনগনের ভোটে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে নিলাক্ষিয়া ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন তথা আপামার জনগণের সেবায় নিজেকে সার্বক্ষণিক নিযুক্ত রাখবেন।

উল্লেখ্য, নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করায় নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। তারই ধারাবাহিকতায় নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের শূন্য চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করবে নির্বাচন কমিশন।

আরও খবর

Sponsered content