রাজশাহী

নন্দীগ্রামে করোনা মোকাবেলায় লড়ছেন ইউএনও শারমিন

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ৪:২০:১৮ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে করোনাকালে নিজের নিরাপত্তার কথা না ভেবে দিন-রাত জনগণের সেবায় ব্যস্ত থাকছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার। তিনি জীবনের ঝুঁকি নিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা চষে বেড়াচ্ছেন।
কাজের ধারাবাহিকতায় তিনি প্রতিদিন সকালে থেকে রাত পর্যন্ত উপজেলার প্রধান প্রধান হাটবাজার ও বিভিন্ন দোকানপাট, বিপণী বিতানগুলোতে নিজ হাতে লিফলেট বিতরণ ও মাইকিং করে করোনা সংক্রমণের বিষয়ে মানুষকে সচেতনতা করে চলছেন। যেখানেই মানুষের সমস্যার কথা শুনছেন, সেখানেই ছুটে যাচ্ছেন। সমস্যার সমাধানে নিচ্ছেন নানা পদক্ষেপ।
গত ৮ মার্চ থেকে বাংলাদেশে শুরু হওয়া করোনাভাইরাসে উপজেলার বিভিন্নস্থানে অবিরাম ছুটে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার। করোনার শুরুতেই লকডাউনে প্রবাসীসহ সাধারণ জনগণকে ঘরে রাখা, ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, কোয়ারেন্টিন ও লকডাউন অমান্যকারীদের ঘরে ফেরানোর কাজসহ জন সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। দেশের এমন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি হতদরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কিংবা অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনে রাতে উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ নিয়ে ছুটে চলেছেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, আমি এ উপজেলাবাসীর জন্য যেটা করছি, তা আমার দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই করছি। করোনা একটি যুদ্ধ। চ্যালেঞ্জ নিয়ে সকলে মিলে এ যুদ্ধের মোকাবেলা করতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া যাবে না। নিজে সচেতন থেকে পরিবার পরিজনকে করোনা থেকে বাঁচাতে হবে। এ যুদ্ধে করোনার পরাজয় হবে। বেঁচে থাকবে মানবতা।

আরও খবর

Sponsered content