প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ৬:২৬:০৬ প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি : করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় নাটোরে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের শতপল্লী আদর্শ গ্রাম, ঝাউতলা বস্তি. ভাটোদ্বাড়া, উলুপুর এলাকায় বিভিন্ন দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের মাঝে মাস্ক বিতরণ করেছেন বাংলাদেশ পৌর কাউন্সিল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জাহিদুর রহমান জাহিদ। এসময় তিনি করোনা ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকার জন্য সচেতনতামূলক কথা বলেন। তিনি আরও জানান, করোনা ভাইরাসের মতো মহামারি মোকাবেলায় সবাইকে স্বাস্থবিধি মানতে হবে। শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দল মত নির্বিশেষে ভাইরাস মোকাবেলায় সবাই এগিয়ে আসতে হবে।