দেশজুড়ে

নালিতাবাড়ীতে সরস্বতী পূজা উদযাপন 

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩৭:৫৭ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে সরস্বতী পূজা উদযাপন 

শেরপুরের নালিতাবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বাসা বাড়ি, স্কুল, কলেজ ও বিভিন্ন মন্দিরে দেবী সরস্বতীর আরাধনা করতে দেখা যায়।

শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে   শুরু হয় এই পূজার আনুষ্ঠানিকতা। এরপর ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেবীর চরণে দেয়া হয় পুষ্পাঞ্জলি।

এসময় উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূজা-মন্ডপ। অনেক ছোট শিশু শিক্ষা জীবন শুরু করতে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে নিয়েছে হাতে খড়ি। পূজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এই বিদ্যাদেবীর কৃপালাভের আশায় নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের উত্তর বাজার বীণা পানি সংঘের নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা।

আরও খবর

Sponsered content