ঢাকা

নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ৬:৫৩:৩৬ প্রিন্ট সংস্করণ

নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

ঢাকার আশুলিয়ার কবিরপুরস্থ বাংলাদেশ বেতারের ভেতর থেকে মাটিচাঁপা অবস্থায় মাহামুদুর রহমান হৃদয় (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার কবিরপুরস্থ বাংলাদেশ বেতারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে গত ২৮শে ডিসেম্বর থেকে সে নিখোঁজ হয়। 

নিহত মাহামুদুর রহমান হৃদয় জামালপুরের ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকার হারুন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় মা-বাবার সাথে থাকতেন। 

নিহতের স্বজনরা জানান, গত ২৮শে ডিসেম্বর মাহামুদুর রহমান হৃদয় বাংলাদেশ বেতারের ভিতরে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তার আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার শিশুরা বাংলাদেশ বেতারের ভিতরে খেলতে গেলে কাঁদামুক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায়। বাচ্চারা চিৎকার করে আশেপাশের মানুষকে ডেকে আনে এবং পরবর্তীতে তার মা তাকে সনাক্ত করে। এরপরে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গত শনিবার থেকে হৃদয় নিখোঁজ ছিল। স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ তার মরদেহ উদ্ধার করা হয়। ময়ণা তদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content