চট্টগ্রাম

পটিয়ায় আগুনে পুড়ে ছাই ১২ দোকান

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৩:১৮:৫৮ প্রিন্ট সংস্করণ

পটিয়ায় আগুনে পুড়ে ছাই ১২ দোকান

চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান। এসময় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিকরা। আজ সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর সদরের বৈলতলী সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে আগুন নিভাতে গিয়ে পানি স্বল্পতার কারণে বেগ পেতে হয়। প্রায় এক কিলোমিটার দূরের কয়েকটি পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়। তবে এর আগেই ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ১০টি ফার্নিচারের দোকান, ১টি ওয়ার্কশপ ও ১টি মিল পুড়ে যায়।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সবমিলিয়ে আগুনে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থরা। এদিকে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার সঙ্গে সঙ্গে পটিয়া পল্লী বিদ্যুৎ ও পটিয়া পিডিবি অফিসে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। দ্রুত বিদ্যুৎ বন্ধ করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। বিদ্যুৎ বন্ধ না করার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভানোর কার্যকর পদক্ষপে নিতে দেরি হয়।

আরও খবর

Sponsered content