প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের পটিয়ায় পিকাআপের ধাক্কায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আয়াত (৪) পটিয়া পৌরসদরের ৮নং ওয়ার্ড এলাকার মোঃ জুবাইর আজিজুর রহমানের পুত্র।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১২টার দিকে পটিয়া জমিরিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পটিয়া রেল স্টেশন জমিরিয়া মাদ্রাসার সামনে পিকাআপ অটোরিক্সা সামনে থেকে ধাক্কা দিলে মা বাবার হাত থেকে পিছলে পড়লে ঘটনাস্থলেই শিশুর মাথা ফেটে গিয়ে মাথার মগজ বের হয়ে মারা যান।
এছাড়া আহত অবস্থায় শিশুটির মা বর্তমানে পটিয়ার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।