চট্টগ্রাম

পটিয়ায় হাত-পা বাধাঁ লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৫ , ৩:৪৭:৪০ প্রিন্ট সংস্করণ

পটিয়ায় হাত-পা বাধাঁ লাশ উদ্ধার

আজ বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে থেকে একটি হাত-পা বাঁধা লাশ পাওয়া গেছে।

স্থানীয়রা সকালে বিলের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এ ব্যক্তির লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরসহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থলে আসতেছেন বলে জানান পুলিশ। ধারণা করা হচ্ছে অজ্ঞাত এ ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে তার লাশ এ নির্জন জায়গায় ফেলে রেখে যায় খুনিরা।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ধারণা করা হচ্ছে এ ব্যক্তিকে অন্য কোন স্থানে হত্যা করে এখানে লাশ ফেলে দেয়া হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধতন কর্মকর্তাসহ চট্টগ্রাম থেকে পুলিশের সিআইডি সদস্যরা আসবেন। ঘটনা তদন্তে কাজ চলছে।

আরও খবর

Sponsered content