চট্টগ্রাম

পটিয়ার তিন প্রবাসী সহোদর হলেন এবার ‘সিআইপি’

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৪ , ৭:০৭:২৩ প্রিন্ট সংস্করণ

পটিয়ার তিন প্রবাসী সহোদর হলেন এবার ‘সিআইপি’

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পটিয়ার তিন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যের দুবাই প্রবাসী মোহাম্মদ এনাম উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন ও নাজিম উদ্দিন বিদেশের মাটিতে কৃষি বিপণন করায় তাদের এ সম্মানানা দেওয়া হয়। তারা তিনজন সহোদর। তারা চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুরুত আলীর পুত্র।

সম্প্রতি জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত তিন সিআইপিদের মধ্যে সম্মাননা ও সিআইপি কার্ড বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুল। বিগত দিনে তারা আগে থেকে সিআইপি সুবিধা পেয়েছেন এরই ধারাবাহিতায় আবারো ও বাংলাদেশ সরকা থেকে সিআইপি সুবিধা পেয়েছেন।

বিদেশের মাটিতে কৃষিতে বিপ্লব ঘঠানোর কারনে বাংলাদেশ সরকার এর আগে ও অনেক সম্মানে ভূষিত করেছেন তাদেরকে। যেসব সুবিধা পাবেন তাঁরা নির্বাচিত সিআইপিদের (এনআরবি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরকার অনুমোদিত পরিচয়পত্র দেওয়া হবে। সিআইপি কার্ডের মেয়াদ থাকাকালীন তাঁরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন ও সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। সিআইপিরা দেশ-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন।

এছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে থাকা বাংলাদেশ মিশন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন তাঁরা। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোারাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ চামেলী ব্যবহার এবং স্পেশাল হ্যান্ডলিং ব্যবহারের সুযোগ পাবেন।

সিআইপিরা স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা ও নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা পাবেন। সিআইপি ব্যক্তি বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ-সুবিধা পাবেন এবং তাদের বিনিয়োগ ‘ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট (প্রমোশন অ্যান্ড প্রটেকশন) আইন, ১৯৮০’ এর বিধান অনুযায়ী সংরক্ষণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন সিআইপিরা। পটিয়া উপজেলার হাইদগাঁও ৮নং ওয়ার্ডের বাসিন্দা হলে পটিয়ার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তাদের নিয়মিত অবদান রেখে চলছে তাছাড়া প্রতি রমজানে এলাকার মানুষকে আর্থিক সহযোগীতা সহ বিভিন্ন সামাজিক কাজে তারা নিয়মিত সেবা দিয়ে থাকেন। ওমানে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন বাংলাদের হাজারো কর্মী ।

এদেশে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে এদেশ কে আর্থিক খাত কে এগিয়ে নিয়ে যাচ্ছে নিয়মিত। তিন সহোদর সিআইপি সুবিধা এলাকার মানুষের মধ্যে চলছে খুশির উল্লাস। পটিয়া উপজেলা যুবদল নেতা ও সমাজসেবক আজিজুল হক বলেন এই তিন সহোদর সিআইপি নির্বাচিত হওয়ায় আমাদের এলাকার সবাই খুশি তারা বিগত দিন থেকে আমাদের গ্রামের মানুষকে সার্বিক সহযোগীতা করে আসছে আগামী দিনে আমরা তাদের দোয়া করি তারা যেন সাধারন মানুষের পাশে থেকে এদেশকে নিয়ে এগিয়ে নিতে পারে।

আরও খবর

Sponsered content