বরিশাল

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা হস্তান্তর

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:১৪:৫২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন চিকিৎসা সেবা সহায়তায় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ও স ালনায় বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ উদ্যোগে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ আবদুল মতিনের হাতে হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা তুলে দেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ আতিকুর রহমান, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাতিমা তুজ জোহরা বৃষ্টি, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল প্রমুখ।