প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২১ , ৬:০৫:৪১ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক:
বাংলাদেশ সফরে এসে নিজ দেশের পতাকা লাগিয়ে অনুশীলন করায় পাকিস্তান ক্রিকেট দলকে দেশে ফেরত পাঠিয়ে দিতে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের বই বিপনী বাতিঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীর পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগ ও অনুপ্রেরণায় দেশের ক্রিকেট আজ অনন্য উচ্চতায় ঠাঁই করে নিয়েছে। দেশে যখন মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে তখন পাকিস্তান ক্রিকেট দলের তাদের জাতীয় পতাকা লাগিয়ে প্র্যাকটিস আমাদের চেতনায় আঘাত ও হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।
তিনি বলেন, পতাকা টাঙিয়ে কিসের প্র্যাকটিস? নাটক? সিনেমা? ভণ্ডামি? করতে দেয়া উচিত না।
উল্লেখ্য, সোমবার মিরপুরের অ্যাকাডেমিতে পাকিস্তান দল নিজেদের জাতীয় পতাকা টাঙিয়ে অনুশীলন করেছে। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হওয়ার পরই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশে পতাকা দোলানোর নিয়ম-নীতি থাকলেও অনুশীলনের সময় সরাসরি মাটিতে পাকিস্তানের পতাকা গাঁথাকে অনুচিত মনে করছেন অনেকে।
মিরপুরে পাকিস্তান দলের অনুশীলনের মাঝেই অ্যাকাডেমির নেটের বামপাশে দুটি পতাকা নিয়ে হাজির হন পাকিস্তানের কোচিং স্টাফ। দুই নেটের দুই পাশে দুটো পতাকা টাঙিয়ে অনুশীলন শুরু করেন তারা। বাংলাদেশে আগে কখনো কোনো সফরকারী দল এভাবে নিজ দেশের পতাকা টাঙিয়ে অনুশীলন করেনি। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।