প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৫:৪০ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি : শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা যুব সমাজ। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৫ কিশোর।
গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুরের কৃতী সন্তান তরুণ উদ্যোক্তা ও ইসলামী চিন্তাবিদ মো. আজাদুল ইসলাম গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নে বুধবার পুরস্কারপ্রাপ্ত কিশোরদের হাতে বাই সাইকেল তুলে দেন। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন, এমন ১৫ জনের হাতে দুই দফায় সেই পুরষ্কার তুলে দেওয়া হয়।
শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। মো. আজাদুল ইসলাম এর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।