খুলনা

পাইকগাছায় মোটরসাইকেল- লরি ট্রাক সংঘর্ষে নিহত ১

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৭:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় মোটরসাইকেল- লরি ট্রাক সংঘর্ষে নিহত ১

পাইকগাছায় মোটরসাইকেল- ইটভাটার লরি( ট্রাক) মুখোমুখি সংঘর্ষে বাইক যাত্রী নিহত ও চালক আহত হয়েছে। সোমাবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি’র মৌখালী বাজারে এ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম (৪৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের সানার ছেলে ও আহত মটরসাইকেল ড্রাইভার আবু মুছা ঢালী ১ নং কয়রার মৃতঃ আবু বক্কর ঢালীর ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খায়রুল ইসলাম মামলায় হাজিরা দিতে সোমবার ভোরে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্য ভাড়ায় চালিত মোটরসাইকেলে রওনা দেয়।

সকাল ৭ টার দিকে মৌখালী বাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা চাঁদখালীর একটি এ বি ইটভাটার লরি ( ট্রাক) এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মটরসাইকেল ড্রাইভার আবু মুছা ও যাত্রী খায়রুল মারাত্মক জখম হয়ে আহত হয়। দ্রুত আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সকাল ১০ টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত খায়রুলের মৃত্যু হয় ও মুমূর্ষু অবস্থায় চালক আবু মুছাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন বলেন, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে ।

সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতির তথ্য দিয়ে ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ঘাতক ট্রাক চালক পালাতক রয়েছে। তবে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content