বরিশাল

পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরেছে প্রতিপক্ষরা 

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২০ , ৪:৪৭:১৬ প্রিন্ট সংস্করণ

ব‍রগুনা সংবাদদাতা:

বরগুনার পাথরঘাটা কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি মৃত্যু খান জাহান আলী মাস্টারের ছেলে খায়রুল আলম জানান বাড়ির পাশে নিজ জমিতে মৎস্য খামাড় গড়ে তুলেন।

এ আয়ে চলে তার সংসারসহ ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ। ইতিপুর্বেও খায়রুল আলমকে অার্থিক ভাবে ঘায়েল করতে প্রতিপক্ষর কিছু লোকজন হুমকী দিত। এরই জের ধরে অভিযুক্ত লিটন, মিরাজ,নাসির, সুলতান,নাহিদ সহ  তাদের সহযোগীরা গভীর রাতে ওই পুকুরে (বিষ) ছিটিয়ে প্রায় লক্ষাধিক টাকার পোনা মেরে ফেলে ।

এ বিষয় ভুক্তভুগি খাইরুল আলম সাংবাদিকদের বলেন, সকালে পুকুর থেকে মাছ মরা পানির দুর্গন্ধ পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠে। তিনি বলেন, মাছ না মেরে তাকে মেরে প্রতিশোধ নিলেও পরিবারের ছেলে মেয়েরা বেঁচে যেত। মাছ মেরে আমার পুরো পরিবারকেই মেরে ফেলেছে। এবার না খেয়ে মরতে হবে। তিনি ঘাতকদের কঠোর শাস্তি দাবি করেন।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাবুদ্দিন বলেন এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।