রংপুর

পার্বতীপুরে ৯শ পরিবারের মাঝে ফলদ চারা বিতরণ

  প্রতিনিধি ২০ জুন ২০২১ , ৭:২৮:০৯ প্রিন্ট সংস্করণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের সি২আরআই প্রকল্পের আওতায় উপজেলার চার ইউনিয়নে ৮৮৭ পরিবারের মাঝে ২ হাজার ৬শ ৬১ টি ফলদ চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মোমিনপুর, চন্ডিপুর, মনমথপুর ও মোস্তফাপুর ইউনিয়নের প্রকল্পের উপকার ভোগি ৮৮৭ পরিবারের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

এসময় প্রত্যেক পরিবারকে ২টি করে পেয়ারা ও ১টি করে আমের চারা প্রদান করা হয়। মোমিনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল প্রত্যেক উপকারভোগীর হাতে ২টি করে পেয়ারা ও ১টি করে আমের চারা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের উপজেলা ব্যবস্থাপক রওনক লায়লা, অ্যাডভোকেসি এন্ড ল্যান্ড কর্মকর্তা ফিরোজ আহমেদ, টেকনিক্যাল অফিসার-মনিটরিং এন্ড ডুকুমেন্টেশন শ্যামল কান্তি সিংহ রায় ও উইমেন ডেভেলপমেন্ট অফিসার সরলা মুর্মু প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by