ঢাকা

পিরুজালী মানব কল্যাণ সংঘের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৩:৩৩:০৭ প্রিন্ট সংস্করণ

পিরুজালী মানব কল্যাণ সংঘের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গাজীপুর সদর উপজেলায় পিরুজালী মানব কল্যাণ সংঘ ৩০ টি দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলায় বিভিন্ন স্থানে ছিন্নমূল ভাসমান শীতার্ত স্থানীয় কয়েকটা এতিম শিশুদের এ কম্বল বিতরণ করা হয়। পিরুজালী মানব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা জনি খাঁন ও পিরুজালী মানব কল্যাণ সংঘের সকল সদস্যরা শীতবস্ত্র গুলো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রকৃত শীতার্তদের হাতে তুলে দেন ।

এ সময় পিরুজালী মানব কল্যাণ সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন,রাজিবুল হাসান, ফয়সাল হোসেন সবুজ, মামুন হাসান, সজল বেপারী, মিঠুন খলিফা, মাসুম হাসান,ইমান খান,রফিকুল ইসলাম শামীম, শাহাদাত হোসেন, আসাদুজ্জামান খান, মৃদুল খান, রাকিবুল হাসান নকিব, হৃদয় সিকদার, মেহেদী হাসান, মেহেদী খান, ইব্রাহিম হাসান ইসলাম, রুবেল রানা, মুঞ্জু সরকার, আতিকুল ইসলাম, মারুফ হাসান রবিন,ইব্রাহিম দিপু,মাসুম সিকদার, সাকিব আহমেদ, মানিক মিয়া,রাজু, উজ্জ্বল বেপারী,নাজমুল সিকদার,মামুন হাসান, রাহাত পলান,জুবায়েদ হাসান, জুয়েল রানা,রায়হান,এনামুল হক সজীব, সজীব খান, সজীব আহমেদ,সোহেল খান, সাইফুল ইসলাম হৃদয়, আকাশ দেওয়ান, এস কে শাহিন,সেলিম হোসেন, সাগর সিকদার।

আরও খবর

Sponsered content