রংপুর

পীরগাছায় আলু বীজ বিতরণ

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৮:৩১:৪০ প্রিন্ট সংস্করণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগাছায় ক্ষুদ্র কৃষক বড় ক্ষেত প্রকল্পের আওতায় ভর্তুকির মাধ্যমে প্রান্তিক আলু চাষিদের মাঝে উন্নত মানের এস্টেরিক্স জাতের আলুর বীজ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চরতাম্বুলপুর গ্রামের ১৮জন চাষির মাঝে এস্টেরিক্স জাতের আলুর বীজ বিতরণ করেন ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি) প্রতিনিধি মাহমুদুল হাসান রুমেন। আলুর বীজ বিতরণের সময় ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি) প্রতিনিধি মাহমুদুল হাসান রুমেন বলেন, সম্মিলিতভাবে আলু চাষাবাদের জন্য ক্ষুদ্র কৃষক বড় ক্ষেত প্রকল্পের আওতায় চাষিদের মাঝে ভর্তুকির মাধ্যমে এস্টেরিক্স জাতের ১০ মেট্রিক টন আলুর বীজ বিতরণ করা হয়েছে। এতে চাষিদের পরিবহন খরচ ও উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে। আশা করি ফলন ভালো হলে প্রায় ১শ ৫০মেট্রিক টন আলু উৎপাদন হবে। তিনি আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করছেন ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার(সিআইপি)।

আরও খবর

Sponsered content