প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৪ , ৬:০০:২৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম শিকদার।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির (সুহৃদ ক্লাব) পূজা মন্ডপ পরিদর্শন করেছেন তিনি।
বোয়ালখালীতে পূজা পরিদর্শনে ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম শিকদার কমিটির সঙ্গে কথা বলেন এবং পূজা পালনে কোনো সমস্যার সৃষ্টি হলে তাদের তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শারদীয় উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর শওকত, বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার ,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সুহৃদ ক্লাবের সভাপতি প্রভাস চক্রবত্তী প্রমুখ।